Why Study at MJFSC
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ উদীয়মান একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম। এ শিক্ষা প্রতিষ্ঠানটি ২০১৯ খ্রীঃ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। আধুনিক সকল সুবিধা সম্পন্ন এ প্রতিষ্ঠানটি বর্তমান শিক্ষার্থীদের উন্নত লেখাপড়া, ডিসিপ্লিন চর্চা, সার্বক্ষণিক মনিটরিং ব্যাবস্থাপনায় জেলার সকল শ্রেণি পেশার মানুষের কাছে আস্থার প্রতীক হয়েছে।
বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি জনাব এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম মহোদয় তাঁর পিতা ও মাতার নামে এ প্রতিষ্ঠানটি স্থাপন করেছেন। প্রতিষ্ঠাতা ও গভর্ণিং বডির সম্মানিত সভাপতি জনাব এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশনায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জনাব এম ফরিদ আল হোসাইন এর যুগপোযোগী পাঠ পরিকল্পনা, গতিশীল ক্লাব কার্যক্রম,সময়োপযোগী পরীক্ষা পদ্ধতি, নিবিড় মনিটরিং সিস্টেম প্রতিষ্ঠানটিকে অতি অল্প সময়ে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের খ্যাতি এনে দিয়েছে। সুবিশাল ক্যাম্পাস ও মনোরম পরিবেশে সর্বোচ্চ নিরাপত্তায় এবং বিষয় ভিত্তিক চৌকস ও মেধাবী শিক্ষকমন্ডলীর তত্ত্বাবধানে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ আজ অভিভাবক ও শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।
EIIN: 136825 College Code: 6028 School Code: 6061
প্রতিষ্ঠানটি কেন অনন্য?
১) বিষয় ভিত্তিক অভিজ্ঞ ও অনলাইন ক্লাস পরিচালনায় দক্ষ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের নিজস্ব অনলাইন
প্লাটফর্মে পাঠদানের ব্যবস্থা রয়েছে।
২) CI( Class In-Charge), SAT( Section Admin Teacher) পদ্ধতিতে অধ্যক্ষ প্রতিদিন শিক্ষার্থীদের পড়াশোনা
সরাসরি মনিটরিং করেন।
৩) অনলাইন প্লাটফর্মে নিয়মিত ক্লাস, পরীক্ষা ও ফলাফল প্রদানের সর্বাধুনিক ব্যবস্থা বিদ্যমান।কলেজের ডায়নামিক
ওয়েবসাইট(https://www.mjfsc.edu.bd) ও কলেজ ফেসবুক পেইজ Mazid Jarina Foundation School
and College এ সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
৩) ডিজিটাল হাজিরা পদ্ধতিতে রোল কল ও অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবককে মোবাইল মেসেজে তথ্য জানানো
হয়।
৪) শিক্ষার্থীদের ডিসিপ্লিন চর্চায় সর্বাধিক গুরুত্ব দেয়া হয়, এছাড়া নিয়মিত এ্যাসেম্বলী,সাপ্তাহিক ক্লাব কার্যক্রম বিদ্যমান
রয়েছে, শিক্ষার্থীরা নিজ পছন্দ অনুযায়ী বিতর্ক, স্পোর্টস, নাচ, গান, আবৃত্তি, কুইজ, সাইন্স অলিম্পিয়াড, গণিত
অলিম্পিয়াড, ফটোগ্রাফি সহ নানাবিধ ক্লাব কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে।
৪) প্রতিদিন শিক্ষার্থীদের কলেজ নির্ধারিত হেয়ার কাট,ড্রেস- আপ তদারকি করা হয়।
৫) আমাদের রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক আইসিটি ল্যাব,মাল্টিমিডিয়া ক্লাস রুম,বিষয় ভিত্তিক বিজ্ঞানাগার ও ১০
হাজার বই সমৃদ্ধ শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরি।
৬) শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের পড়া প্রস্তুত করিয়ে দেয়া হয়।
৭) প্রতিদিন শ্রেণিপাঠে উপস্থিত শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে হয় না।
৮) শ্রেণিতে শতভাগ উপস্থিতি শিক্ষার্থীদের বছর শেষে পদক প্রদান করা হয়।
৯) বালক, বালিকাদের জন্য আলাদা শিফট।
১০) ক্লাসরুমসহ সম্পূর্ণ প্রতিষ্ঠান সার্বক্ষণিক সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হয় ।
১১) খেলাধুলার জন্য রয়েছে সুবিশাল মাঠ।
১২) শিক্ষার্থী জন্য রয়েছে মানসম্মত কলেজ ক্যান্টিন।
১৩) শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে ৯ টি কলেজ বাস।
১৪) সুবৃহৎ শহীদ মিনার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সুউচ্চ ম্যূরাল, সৌন্দর্যমন্ডিত
একাডেমিক ভবন,অডিটোরিয়াম ও কলেজ মসজিদ সহ প্রয়োজনীয় সকল স্থাপনা সমৃদ্ধ এ শিক্ষা প্রতিষ্ঠানে
শিক্ষার্থীরা পরিস্কার পরিচ্ছন্ন মনোরম পরিবেশে পড়াশোনার সুযোগ পাচ্ছে।
১৫) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ, ক্লাস পার্টি,ফেন্ডশীপ ক্লাস, ক্লাব ফেস্টিভ্যাল, সাইন্স ফেস্টিভ্যাল,
আন্ত:শ্রেণি প্রতিযোগিতা,জাতীয় গুরুত্বপূর্ণ দিবস সমূহ পালন,সহ দেশের ঐতিহাসিক ও দৃষ্টি নন্দন স্থান সমূহে
বার্ষিক শিক্ষা সফর আয়োজন করা হয়।
১৬) প্রতিটি পরীক্ষা শেষে অভিভাবকদের উপস্থিতিতে উত্তরপত্র বিতরণ ও ফলাফল ঘোষণা করা হয়।
১৭) পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ তত্বাবধানে, লেখাপড়া করানো হয়।
১৮) ক্লাস কার্যক্রমে প্রথম থেকেই সর্বোন্নত ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মেডিকেল, ইন্জিনিয়ারিং সহ
দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় গুলোতে স্থান পেতে বিশেষ গুরুত্ব দিয়ে পড়াশোনা করানো হয়।
১৮) ধুমপান ও রাজনীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান।
১৯) সর্বোপরি, প্রতিষ্ঠানটির মূলনীতি" শিক্ষা, নৈতিকতা, মানবতা ও দেশপ্রেম " মননে, আচরণে ধারণ করিয়ে ভবিষ্যৎ
সুনাগরিক বানানোর পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীর সুনিশ্চিত ভবিষ্যত বিনির্মাণে আমরা বদ্ধপরিকর।
যোগাযোগ:-
হেল্প ডেক্স: মোবাইল নম্বর: 01309136825, 01531586009
ওয়েবসাইট: https://www.mjfsc.edu.bd
ফেসবুক পেইজ: https://www.facebook.com/www.mjfsc.edu.bd