জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ এ নির্বাচিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ ,শরীয়তপুর

Mazid Jarina Foundation School and College, Shariatpur

School Code: 6061 || College Code: 6028 || EIIN: 136825

Debate & Speech Club

বাংলা বিতর্কঃ

১) কালের কন্ঠ  জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় সারাদেশের ৫৪৪ টি স্কুল কে পরাজিত করা ও ফাইনালে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল কে পরাজিত করে  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন।

২)  এটিএন বাংলায় জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন।

৩) বাংলাদেশ টেলিভিশন জাতীয় কলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২০ এ 

প্রথম রাউন্ডেঃ ড. মাহবুবর রহমান কলেজ ঢাকা। 

২ য় রাউন্ডেঃ পাবনা ক্যাডেট কলেজ, পাবনা।

কোয়ার্টার ফাইনালেঃ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কে পরাজিত করে.....

বর্তমান আমাদের বিতর্কিক দল সেমিফাইনালে উন্নিত হয়েছে। 

করোনার কারনে প্রতিযোগিতা বন্ধ আছে। 

 

ইংরেজি বিতর্কে আমাদের অর্জনঃ

২০১৯ সালে বাংলাদেশ টেলিভিশন ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় বাংলা মিডিয়াম এ স্কুলটি অসাধারণ পারফরম্যান্স করেছিল,ঢাকা শহরের নামকরা সব ইংলিশ মিডিয়াম স্কুল গুলোকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়,এবং রানারআপ হবার গৌরব অর্জন করে। 

এ প্রতিযোগিতায় ধারাবাহিক ভাবে আমরা পরাজিত করি যথাক্রমে.....

১) প্রথম রাউন্ডেঃ সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ ঢাকা ।

২) তার্কিশ ইন্টারন্যাশনাল হোপ স্কুল এন্ড কলেজ, ঢাকা। 

৩) সাবেরা সোবহান স্কুল এন্ড কলেজ, বি-বাড়ীয়া।

৪) মেপল লীপ স্কুল এন্ড কলেজ, ঢাকা।

 এ সকল স্কুল এন্ড কলেজ কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয় আমাদের বিতার্কিক দল। ২০২০ খ্রীঃ সালে বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠিত জাতীয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় আমরা প্রথম রাউন্ডে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুলকে পরাজিত করি। আমরা এখন ২ য় রাউন্ডে....। করোনা কালীন প্রতিযোগিতা বন্ধ আছে।  

Events & Achievements