জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ এ নির্বাচিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ ,শরীয়তপুর

Mazid Jarina Foundation School and College, Shariatpur

School Code: 6061 || College Code: 6028 || EIIN: 136825

Lesson Plan

দৈনন্দিন পাঠদান পদ্ধতিঃ
শিক্ষাবর্ষের শুরুতে সম্পূর্ণ বছরের শিক্ষা কার্যক্রমের রূপরেখা তৈরি করা হয়। এ রূপরেখা ক্যালেন্ডার তৈরি করে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট পৌঁছে দেয়া হয়। প্রতিদিন প্রত্যেক শ্রেণির রুটিন অনুযায়ী নির্ধারিত সকল ক্লাস অনুষ্ঠিত হয়। বিষয় শিক্ষকগণ DLP( Daily Lesson Plan) অনুযায়ী ক্লাসে পাঠদান করেন। শ্রেণিপাঠের মধ্যবর্তী সময়ে টিফিনের ব্যাবস্থা আছে। 
#শ্রেণিতে শিক্ষাদান পদ্ধতিঃ
স্কুল সেকশনঃ
১) প্রতিদিন প্রথম ১০ মিনিট শ্রেণি ও সেকশন ভিত্তিক নির্ধারিত শ্রেণি শিক্ষকগণ SAT ক্লাস গ্রহণ করেন।এ ক্লাসে শিক্ষক উপস্থিতি, ড্রেসআপ ও
    ডিসিপ্লিন সংক্রান্ত যাবতীয় বিষয় দেখেন।
২) বিষয় ভিত্তিক শিক্ষকগণ ৩৫ মিনিটের প্রতিটি ক্লাস গ্রহণ করেন। সময় বিন্যাস নিন্মরূপ:
# DCT( Daily Class Test) ৫ মিনিট। পূর্বের ক্লাসের পড়ার ভিত্তিতে ১০ নম্বরের WCT( Written Class Test) বা OCT( Oral Class Test) গ্রহণ
   করেন।
# CW( Class work) ২৫ মিনিট। এ সময়ে Lesson plan অনুযায়ী শিক্ষক দৈনিক পড়া সুন্দরভাবে পড়ান এবং বুঝিয়ে দেন। এরপর পরবর্তী দিনের
   বাড়ির পড়া বুঝিয়ে দেন।
# HW( Home Work) ও ডায়েরী চেকিং ৫ মিনিট। ক্লাসের  শেষ ৫ মিনিট শিক্ষক গতকালের বাড়ির কাজ চেক করেন এবং ডায়েরি স্বাক্ষর করেন।  

কলেজ সেকশনঃ
১) প্রতিদিন প্রথম ১০ মিনিট শ্রেণি ও সেকশন ভিত্তিক নির্ধারিত শ্রেণি শিক্ষকগণ SAT ক্লাস গ্রহণ করেন।এ ক্লাসে শিক্ষক উপস্থিতি, ড্রেসআপ ও
    ডিসিপ্লিন সংক্রান্ত যাবতীয় বিষয় দেখেন।
২) বিষয় ভিত্তিক শিক্ষকগণ ৩৫ মিনিটের প্রতিটি ক্লাস গ্রহণ করেন। সময় বিন্যাস নিন্মরূপ:
# DCT( Daily Class Test) ৫ মিনিট। পূর্বের ক্লাসের পড়ার ভিত্তিতে ১০ নম্বরের WCT( Written Class Test) ৩ টি ক্লাসের ১ টি এবং বাকী
   দিনগুলো OCT( Oral Class Test) গ্রহণ করেন।
# CW( Class work) ২৫ মিনিট। এ সময়ে Lesson plan অনুযায়ী শিক্ষক দৈনিক পড়া সুন্দরভাবে পড়ান এবং বুঝিয়ে দেন। এরপর পরবর্তী দিনের
   বাড়ির পড়া বুঝিয়ে দেন।
# HW( Home Work) ও ডায়েরী চেকিং ৫ মিনিট। ক্লাসের  শেষ ৫ মিনিট শিক্ষক গতকালের বাড়ির কাজ চেক করেন এবং ডায়েরি স্বাক্ষর করেন।  
এ কলেজে শিক্ষার্থীদের প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়,  এজন্য শিক্ষার্থীরা বরাবরই ভালো ফলাফল করে।

 

Events & Achievements