জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ এ নির্বাচিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ ,শরীয়তপুর

Mazid Jarina Foundation School and College, Shariatpur

School Code: 6061 || College Code: 6028 || EIIN: 136825

Exam System

এ প্রতিষ্ঠানটিতে রয়েছে মানসম্মত পরীক্ষা পদ্ধতি। শিক্ষার্থীদের পড়াশোনা এগিয়ে নিতে প্রতিষ্ঠানটিতে যুগোপযোগী পরীক্ষা পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। 
#পাবলিক পরীক্ষার ক্লাস সমূহের ক্ষেত্রেঃ
১) ৫ম ও ৮ম শ্রেণিতে পিইসি ও জেএসসি পরীক্ষা থাকায়,এ দুটি শ্রেণিতে বছরের প্রথম ছয় মাসে সম্পূর্ণ সিলেবাস শেষ করা হয়। প্রতি ২ মাস
    পরপর ইউনিট পরীক্ষার মাধ্যমে তাদের সিলেবাস সম্পন্ন করা হয়। এরপর রিভিশন পর্বে ২ বার রিভিশন করা হয় এবং ২ টি মডেল টেস্ট গ্রহণ
    করা হয়। এছাড়া বহুনির্বাচনি প্রশ্নোত্তর পর্বে ভালো প্রস্তুতি সম্পন্ন করার জন্য MOWT( Marathon Objective Written Test)  ও MOOT
    (Marathon Objective Oral Test) গ্রহণ করা হয়।
২) ১০ম ও ১২’শ শ্রেণিতে মূলত শিক্ষার্থীদের Exam Preparation কার্যক্রম গ্রহণ করা হয়।এ প্রতিষ্ঠানে এসএসসি ও এইচএসসির সিলেবাসের ৮০%
    নবম ও একাদশ শ্রেণিতে পড়ানো হয়। ১০ম ও ১২’শ শ্রেণিতে আসার পর প্রথম ৩ মাসে বাকি থাকা সিলেবাস শেষ করা হয় এবং সম্পূর্ণ বইয়ের
    ওপর PPT(Preparatory to Pre -Test) পরীক্ষা গ্রহণ করা হয়। পরবর্তী ৩ মাসে পূর্ণ রিভিশন শেষে Pre-test ও আরও একটি রিভিশন শেষে 
    Test পরীক্ষা গ্রহণ করা হয়। নির্বাচনি পরীক্ষা শেষ হলেও এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার ১৫ দিন আগে পর্যন্ত কলেজের তত্ত্বাবধানে
    প্রস্তুতি সম্পন্ন করা হয় এবং কমপক্ষে ২ টি মডেল টেস্ট গ্রহণের মাধ্যমে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়।  এছাড়া বহুনির্বাচনি প্রশ্নোত্তর পর্বে
    ভালো প্রস্তুতি সম্পন্ন করার জন্য MOWT( Marathon Objective Written Test) ও MOOT (Marathon Objective Oral Test) গ্রহণ করা হয়।

#নার্সারী থেকে ৪র্থ, ৬ষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির জন্যঃ
 এ ক্লাস সমূহের পরীক্ষা সমূহ নিন্মরূপঃ
# FT(Fortnightly Test) প্রতিমাসে ১ টি, ১০ নম্বরের পরীক্ষা। এ নম্বর চূড়ান্ত ফলাফলে যোগ করা হয়। 
# Mid Semester : প্রতি ৩ মাস অন্তর ২ টি। ৫০ নম্বরের অনুষ্ঠিত হয়। প্রাপ্ত নম্বর চূড়ান্ত ফলাফলে যোগ করা হয়। 
# Semester Final : ৬ মাস অন্তর বছরে ২ টি। ১০০ নম্বরের বোর্ড প্যাটার্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। 
প্রত্যেক পরীক্ষা শেষে রেজাল্ট কার্ড দেয়া হয়। 
#কলেজ সেকশনে একাদশ শ্রেণিতে পরীক্ষা:
# MT (Monthly Test) প্রতিমাসে ১ টি করে মোট ৪ টি।৩০ নম্বরের পরীক্ষা গ্রহণ করা হয়। প্রাপ্ত নম্বর চূড়ান্ত ফলাফলে যোগ করা হয়। 
# Half Yearly Exam : একাদশ শ্রেণির ১৩ টি বিষয়ে বছরের  মধ্যবর্তীতে প্রতিটি পত্রের ওপর ৫০ নম্বরের পরীক্ষা গ্রহণ করা হয়। প্রাপ্ত নম্বর
   চূড়ান্ত ফলাফলে যোগ করা হয়। 
# Year Final Exam : একাদশ শ্রেণিতে ১৩ টি বিষয়ে ১৩০০ নম্বরের পূর্ণাঙ্গ বোর্ড প্যাটার্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রয়োজনের আলোকে
    বিভিন্ন সময়ে PT(Principal Test),PVT( Post Vacation Test) . গ্রহণ করা হয়। এ পরীক্ষা সমূহের মাধ্যমে শিক্ষার্থীরা এ প্রতিষ্ঠানে নিজেদের
    পড়াশোনায় বেশী মনোযোগী হচ্ছে, আর এর ফলোশ্রুতিতে বোর্ড পরীক্ষা সমূহে শিক্ষার্থীরা কাঙ্খিত ফলাফল অর্জন করতে সক্ষম হচ্ছে।

 

Events & Achievements